কার সাথে ইশারা এত? কার সাথে কার সাথে?
কার জন্য বিমল হাসি তোমার, তন্বী সুরে গান...


আমিতো কোনদিন তোমার উচ্ছল কামনা হলাম না
পাশে বসে কোনোদিনও অগোচরে হাতে গেল না হাত
কাতর হলে আলতো স্পর্শে ওম তেমন পেলাম কোথায়
তলিয়ে গেল কত একলা আবছা দিন, শত বিষন্ন রাত...


এইভাবেই কি প্রেম হয় নাকি? এইভাবে একতরফা বাড়ে নাকি টান?
এইভাবে তো তুলতুলে বুকের তুলোধুনা হয়, জমে নিরেট অভিমান...


কার জন্য তুলে রাখা আছে তোমার আহলাদ সব
এমন ব্যাথাতুর করে চোখে কাজল দাও, কার জন্য?


সে কি জানে কেউ চোখ বুজলেই কি করে পৃথিবী একটা মেয়েতে বদলায়?
কেমন করে কেউ হাসলে স্বর্গ নেমে আসে, অনায়াসে কবিতা লেখা যায়?


কার জন্য আহলাদ গোপন রাখা? কার কারণে কার কারণে?
কার জন্য চাহনি আকুল এত, কার কারণে গোপনে আনচান?