ঝিঝি পোকার ঘুম আমার
জাগরণ হবে চীৎকারে...


কোকিলের কন্ঠে কুহু হবে না, ভয়ে ভয়ে
মনে ধুন্ধুমার কু ঢুকে যাবে...


সবচেয়ে দুর্গম, সবচেয়ে সুরক্ষিত কেল্লার
লক্ষ প্রহরী শহীদ হয়ে যাবে, আস্তে আস্তে
জানবে না কারণ, বুঝবে না আততায়ী কে


একজনও তাগড়া পেয়াদা থাকবে না আর তোমার জিল্লতে
কামান ফেলে পালাবে তাবেদার গোলন্দাজ বাহিনী তোমার


তুমি একতরফা সংঘাতে একলা হয়ে যাবে...


আমি আসবো, একাই আসবো বিজয়ীর বেশে
বেপরোয়া অহংকারী দামামায়, নৃশংস অট্টহাসে
নতজানু হবে তুমি, নয়তো মরে যাবে...


ঝিঝি পোকার ঘুম আমার
জাগরণ হবে চীৎকারে...