মানুষের আদতে কোনো সিনাযানি নেই
মাতমের উর্ধে দুনিয়ার সকল কারবালা;
চিরকালই অনাচারের অভ্যাস মানুষের
স্বেচ্ছায় হেলাফেলা, অযথা ছেলেখেলা...


কি করে মানুষ এমন আকুলে কাঁদে,
মুহূর্ত পেরুলেই থালা ভরে ভাত খায়;
একটুও বুঝি না আমি! মনে হয়-
এই যে সিনাযানি, সিনাযানি নয়...


ঈশ্বরের আদতে কোনো সিনাযানি নেই
সিনাযানির বাইরে বলেই তিনি ঈশ্বর;
যদিও ঈশ্বরের সিনাযানি নেই
তবুও মানুষের লাগাতার মাতমে,
সিনাযানির অভিনয়ে ঈশ্বরই ঈশ্বর


অথচ, ঈশ্বরই নিজেকেই বাইরে রেখেছেন এসবের
সিনাযানিতে তারও যে দরকার আরেক প্রস্তর ঈশ্বর...