সানা, তোমার আমার দেখা হয়না তার মানে এই নয়
আমাদের মধ্যে কেউ একজন পৃথিবী ছেড়ে গেছি


পৃথিবী গোলাকার বলে চলতি পথে একই মুখ ঘুরেফিরে আসে,
তবে সে কখনো মানুষকে স্বতঃপ্রণোদিত হয়ে মুখোমুখি হতে-
বাধ্য করেনি কোনোদিন,
চলতি পথে তো কতই কাকতাল হয়;
আমাদের সাথে হয়নি, ব্যাস এটুকুই...


সানা, নরম আবেগের কথা বলা যাবে?


তুমিও তখন সহজ বোঝোনি, আমি আজও তেমন বুঝিনা;
আর আমাদের সরলবয়সে জেঁকে বসেছিল শঠ-কাঠিন্য!
সে কাঠিন্যের কারণেই আজ আমাদের পৃথিবী আলাদা,
পৃথিবীতে কঠিন মানুষেরা কোমলের আফসোস বয়ে বেড়ায়...

সানা, তোমার আমার দেখা হয়না তার মানে এই নয়
আমাদের মধ্যে একজন মঙ্গলে আর অপরজন চাঁদে!
তোমার আমার দেখা হয়না মানে কোমলের সুপ্ত হাহাকার
যেই হাহাকার বয়ে বেড়াবো কোমলতম এই পৃথিবীর বুকে...