"না পটে যাবে কই?"
কিছুটা এমনই ছিল সানা সম্পর্কিত প্রারম্ভিক উচ্চারণ!


পটেছিলাম তো আমিও তড়িৎ, সদ্য যৌবনের অস্থির সময়ে-
কিছুটা স্থির, কিছু জানাশোনা হলে প'রে বিনা বাক্যব্যায়ে;
সানা, অনুজ প্রজন্ম নাকি এটাকেও ভালোবাসা বলে!
বিগত তিরিশ বসন্তে তবে তুমিও এক উল্লেখযোগ্য নাম...


এমন সাধারণ ব্যাপারও আমি বেশ দেরীতে বুঝতে শিখলাম,
তাই বহুবছর পেরিয়ে তোমাকে বিশেষ শুভকামনা জানাই;
পৃথিবীর পবিত্র হৃদয়ধারীরাই কেবল আপন হোক তোমার,
পৃথিবীর যা কিছু মঙ্গলময়, সুখে থাকো তার সবটুকু নিয়ে...


সানা,  কেবলমাত্র তোমার প্রায় মুছে ফেলা নামটা-
আপন আত্মজার মত আদরের হয়ে থাকুক আমার কাছে...