সানা, তোমাকে আবার দেখলে মনে হতে পারে-
পরিচিত অবয়ব দেখছি না, সম্মুখে অচেনা কেউ!
এমনও ভাবতে পারি, তুমি কোনোক্রমেই সানা নও...


প্রকৃতি নিয়ম মানে, আমাদের মতো স্বেচ্ছাচারী হতে শেখেনি,
এখন নিয়ম মেনেই সায়াহ্ন আষাঢ়, তোমার প্রিয় শ্রাবণমাস!
আমাকে কিন্তু এখনও ম্রিয়মাণ কৌণিক সূর্যের পৌষই বেশি টানে,
মুগ্ধ বিস্ময়ে দেখি কিভাবে কুয়াশাকণারা বুক পেতে রুখে দেয়-
অহংকারী আলোকরশ্মি, উত্তপ্ত গোলক থেকে ছুটে আসা নিদাঘ!
সানা, আমার পুরোই অজানা এই সময়ে তোমার কোন দেশে বাস,
পৃথিবীর অচেনা সেই অংশে শ্রাবণ নিয়মিত, না হিমের সর্বনাশ...


সানা, অনেক নীলের অভিযোজন, মানসিক বিবর্তন পেরিয়ে আমিও-
আয়ত্বে এনেছি নির্দোষ মিথ্যাচার, আবারো দেখা হলে বলতে পারি,
শ্রাবণদিনে বৃষ্টির আনতফোঁটায় লেখা দেখি কেবলই তোমার নাম!


যদিও সত্য বলতে গেলে তোমাকে সম্পূর্ণ ভুলে বসে আছি আমি...