সানা, আজকের ডুবন্ত ঢাকা শহর দেখলে তুমিও বলতে,
আকাশের এমন উথলানো দরদ কেউ ভুল করেও চায়নি!
আকাশ তো আকাশই, মানুষের চাহিদা সে সামান্যই বোঝে;
মেঘের ক্রন্দনে শুধু অলিগলিতে দুর্ভোগ বাড়ে আপত্তিকর..


কেবলমাত্র মানুষই অনর্থক অভিমান ধরে রাখতে জানে;
তুমি আমি মানুষ বলে আমরাও বয়ে চলেছি নিঃপ্রয়োজন!
আর আমরণ কামনার বোবা আর্তনাদ আমরাই শুনছি একা,
এই নির্লিপ্ত গ্রহে সমব্যথী কোনো জাদুকর নেই তার নির্বানে...


সানা, এই ঘোর শ্রাবণে সুখ পাইনা ঝিরিঝিরি বর্ষণ কিংবা গানে!
তোমার ভাষ্যে আমার বালছাল কাব্যতৃষ্ণা জাগে আরো কিছু বেশি;
বৃষ্টিতে অভক্তি আমার, তবু কেন বৃষ্টি এলেই উতলা লাগে অধিক?