এরপর আবারো যদি দেখা হয়, আর তুমি বলো,
"কেউ আমাকে ভালোবাসে নি..."
ভেবে নেব, সে তোমার অহেতুক হয়রানি...


এখন এমন ঠুনকো সংযোগ, মনে হয় কিছু নেই আর,  
তবু আমাদের ভিন্ন দুই শহরের আকাশ তো লাগাতার!


তারপর... মনের প্রকৃত খবর, কীভাবে জানাবো তোমায়?  
বলবো, আকাশে তাকালে চেয়েছি পক্ষীকূলেদের কেবল,  
মেনেছি বিরূপ হাওয়ার স্রোতে পলকা ঘুড়ির উড়ান,  
লাগামহীন ভেসেছি কাছাকাছি, মনোযোগ কামনায়...


জেনেছি তাদের কারোই নেই ফেরারি হবার অভ্যাস!
সকলেই নিয়মমাফিক নীড়ে ফেরে সূর্য নেভার কালে,
এই ভরসাতে, প্রতি প্রত্যুষে গিয়েছি তাদের কাছে,
আমি শুধায়েছি সকাতর, আনিতে তোমার খবর!


আমি শঙ্খচিলের কাছে রোজ, নিয়েছি খোঁজ...