আমার গন্ডগোল খোয়াব আর ছুঁইবে কাহারে?
তাহারেই ছোঁয় নাই আদ্যক্ষর 'ন' ডাকনামে যার!


'ন' এর পূর্ণরূপ উচ্চারণ নিষেধ, বলছিল সে;
"জীবনে আর কোনদিন আমার নাম নিবানা"!
নেই না আমি, এই যে কাব্যেও যেমন নিলাম না;
আমার গন্ডগোল খোয়াব তারে ছোঁয় নাই একদা,
নাম নেইনা অবহেলার অভিযোগে সেই...


আর আমি এতদিন বাদে কী বলিব তারে,
খোয়াব আবেদন একটুও ছোঁয় নাই যারে?
জানাইব কী নির্লিপ্ত মুনিভাব এই পৃথিবীরে;
তার নামের আদ্যক্ষর 'ন', এই তথ্য ব্যতীত?