ধর্মীয় বিষয়ে জানতে
      রাজনীতি শিখতে
                       অন্যায় কভু নয়
তবে দুটোই কিন্তু স্পর্শকাতর বিষয়
সমালোচনা করতে
    মতামত জানাতে
              লাগে ভয় জাগে সংশয়।


প্রতিনিয়ত ঘটনা কতো সংঘটিত হয়
     মানবতা ভূলুণ্ঠিত অনেক ঘটনায়
    শিহরণ জাগানো অভাবিত বিস্ময়।


মানুষের কর্মকান্ডে ন্যায়-অন্যায়
                কমবেশি পরিলক্ষিত হয়
অন্যায়ের মাত্রা যদি সীমা ছাড়িয়ে যায়
অন্যের জন্য ক্ষতিকর
                     কিংবা চরম বিপর্যয়
প্রকৃতির নিয়মে কিছু তার প্রতিহত হয়।


আশা -প্রত্যাশায়
মাঝে মাঝে আলোর ঝলকানি
                             উজ্জীবিত হয়
      কখনোবা নিমজ্জিত চরম হতাশায়
তবে অনাগত ভবিষ্যত
                         এবং নির্দিষ্ট সময়
প্রতিকার-সমাধান স্রষ্টার বিধান সুনিশ্চয়।