ধনীদেশ দেয় ঋণ
           অথবা যেকোনো অনুদান
উদ্দেশ্য-প্রণোদিত
          শর্ত-সাপেক্ষে আদান-প্রদান
নিরুপায় হয়ে দরিদ্র দেশ সমূহ
                         করে তা গ্রহণ।


কখনও কিঞ্চিত উপকৃত হয়
                  দেশের গরীব জনগণ
বরং দরিদ্র দেশের ধনীরা
            হতে থাকে অধিক ধনবান।


              রাষ্ট্রের আওতাধীন
সকল নাগরিকের জন্য
নিয়ন্ত্রিত সমৃদ্ধ জীবন যাপন --
         প্রয়োজন নানাবিধ বিধি-বিধান
নিত্যনুতন যুগোপযোগী আইন প্রবর্তন
সেই সাথে ব্যবস্থাপনা-
           অবহিতকরণ আর অনুশীলন
       তদনুসারে যথাযথ নিয়ম পালন।


অনেকেই অবজ্ঞাভরে  
        উপেক্ষা বা অমান্য করে
                    প্রচলিত আইন কানুন
অনৈতিক সুবিধা ভোগে
                     তারা বিপুল বিত্তবান
লোকচক্ষুর অন্তরালে
                  তাদের সদর্পে অবস্থান।


মাত্রা ছাড়িয়ে গেলে
               দুর্ভাগ্যক্রমে ধরা খেলে
অনেকেই সুকৌশলে
                    বের হয় ফাঁক গলে
কারো ভাগ্যে অগোচরে আড়ালে
     ক্ষমা কিংবা অনুকম্পা মেলে
                  দেশ ছেড়ে যায় চলে
   বিদেশে বাস করে রাজকীয় হালে।


সমস্যা-জর্জরিত সাধারণ জনগণ
পায়না কখনোই উপযুক্ত সমাধান
ধারণা চিরন্তন --
অদৃষ্টের পরিহাস কিংবা বিধির বিধান।