কাঁঠাল ভেঙে খেতে হলে
                     মাখতে হবে তেল
তেলাতেলির স্বর্গরাজ্যে
       বিনা তেলে হয়না কোনো খেল।


" ফেল কড়ি মাখো তেল "
টেবিল থেকে টেবিল
               ফাইল গতিশীল
সবধরণের কার্যোদ্ধারে
              সাফল্য সাবলীল।


ভিন্ন ভিন্ন আকৃতিতে
                    বহুরূপী ফল
আমাদের সাথে যেন
                  চরিত্রগত মিল।


" অন্যের মাথায় ভাঙবে কাঁঠাল "
আরাম আয়েশে বিনাক্লেশে
                    খুশিতে মশগুল
সুযোগসন্ধানী সুবিধাবাদী
                    করেনাতো ভুল।


কাঁটায় ভরা আবরণে
         ভেতরটা বেশ মোলায়েম
মাত্রা ছেড়ে বেশি খেলে
             হতেই পারে বদহজম


" গাছে কাঁঠাল গোঁফে তেল "
রঙিন স্বপ্নে আশাবাদী পূরণে বিফল
বাস্তবায়নে ম্লান হয় ঢুকে বানের জল
গোবেচারা আমজনতা
              দিয়ে যাবে তার‌ই মাশুল।