ক্ষুদ্র ঝোপঝাড়ে -- থাকতে পারে
                   যেকোনো হিংস্র শ্বাপদ
কখনো বিশাল বন হতে পারে
       নিরীহ প্রাণীর জন্য অতি নিরাপদ।
                
যদি লোভ লালসা,চেতনায় বাঁধে বাসা
       অর্জিত জনপ্রতিনিধিত্বের
                         প্রাথমিক যোগ্যতা
       সর্বক্ষেত্রেই হয়না প্রযোজ্য
                           বিদ্যমান ভিন্নতা।
                
মানব জীবনে --
       সামগ্রিক বিকাশ সাধনে
           সুশিক্ষা গ্রহণে সর্বদা সচেষ্ট
        সফলতা লভে সেজনে।


শিষ্টাচার বহির্ভূত অভদ্র আচরণে
   নিষ্প্রয়োজন শিক্ষা দীক্ষা
                        অজ্ঞতাই যথেষ্ট।
            
মস্তিষ্কের ধারণ ক্ষমতার
               চূড়ান্ত সীমা ছাড়িয়ে
                জ্ঞানার্জনের ব্যর্থ প্রয়াস
           সবক্ষেত্রেই বিরাজিত হতাশ।


নিজেকে মহাজ্ঞানী ভেবে
                   অতিমাত্রিক মূল্যায়ন
আচরণে ভিন্নতা -- প্রকট হীনমন্যতা
        কথার ফুলঝুরি তীর্যক বাক্যবাণ।
স্রষ্টার অস্তিত্ব অস্বীকারে
    অনুপ্রাণিত ধীরেধীরে
           নিজেকেই বুদ্ধিমান মনে হয়
         নাস্তিক্যবাদ নাকি তারেই কয়।