বাধ্যতামূলক ছাতার ব্যবহার
                        আইন জারি হলে
নিরাপদ দূরত্ব তৈরি হতো
                    বাড়ির বাইরে গেলে।
          
ভুলত্রুটি অন্যায়--অনেক সময়
                 "সরি" বললে মাফ হয়
ডাক্তার আবার "সরি"বললে
                            চরম বিপর্যয়।


কখনো কখনো অন্যায়ের জয়
                           পরিলক্ষিত হয়
ন্যায় ও সততার জন্য এটা
            হতে পারে সাময়িক বিপর্যয়
ন্যায়ের কাছে অন্যায়
                  পরিশেষে পরাভূত হয়।


অনেক সময় ক্ষমতার কাছে
             নীতি-নৈতিকতা লোপ পায়
ক্ষমতাসীনের সাধারণ কথাও
                   বাণী হিসেবে গণ্য হয়
বিত্ত-বৈভব,শক্তি-ক্ষমতা কারো
                              চিরস্থায়ী নয়।