অতিরিক্ত বা বাহুল্য দোষণীয় নয়
সবক্ষেত্রে প্রযোজ্য নয়,
     কখনোবা গ্রহণযোগ্য হয়
কখনো তা বর্জনে অতি শুভ হয়।
     কখনো হয় সমাদৃত
কখনো তা হতে পারে ধিকৃত ,
              কখনো কখনো বিকৃত
             কারো হতে হয় নিগৃহীত।
এসব কথা নিঃসন্দেহে সত্য
যা সর্বজন বিদিত ও সর্বজন স্বীকৃত।