মহাসমারোহে বসন্তের আগমন --
       প্রকৃতিতে পুষ্পিত দীপ্ত আভরণ
কলকাকলিতে মুখরিত সারা দিনমান
কোকিলের কুহুতান
                   ভ্রমরের গুঞ্জন
ফুলে ফুলে প্রজাপতির অবাধ বিচরণ।


শীতের শেষে
         ঋতুরাজ বসন্ত যবে আসে
তখন আমাদের দেশে
               নব যৌবনের উচ্ছ্বাসে
মশামাছির উদ্বাহু নৃত্য মহা উল্লাসে
দ্রুত লয়ে বংশবিস্তার
         প্রজননে লিপ্ত নিরন্তর
এযেন এদের
    জন্মগত মৌলিক অধিকার
দুঃসহ কষ্টকর
              আপামর জনতার
   আছে কি যথাযথ প্রতিকার।