জীবনের নূন্যতম
             অতি সাধারণ প্রত্যাশা
ব্যর্থতায় পর্যবসিত
              তাই সীমাহীন হতাশা।


কামনা-বাসনা নিমজ্জিত
               অমানিশার অন্ধকারে
সন্তরণ ঝঞ্ঝা-বিক্ষুব্ধ অথৈ পাথারে
        পদচারণা বেদনার বালুচরে
কুসুম-কণ্টকে আচ্ছাদিত
                        দুর্গম প্রান্তরে।


তবুও জীবন-তরী চলমান  
প্রকৃতির নিয়মেই বহমান
           আশা-নিরাশার দোলাচলে  
অবশেষে জীবন-রবি শেষ অস্তাচলে।