দুনয়নে দর্শন আর কর্ণদ্বয়ে শ্রবণ।
একটি কণ্ঠে বর্ণনায়
                    অনেক কথাই বাদ যায়
কখনো অসহায় কখনো আবার নিরুপায়।
কারো কারো মনের কথা
          চোখের ভাষা বোঝা বড়োই দায়।
ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ নানাভাবে অবলোকন
                কতরকম বিশ্লেষণ।
কারো কণ্ঠে মধুর বচন
                         শীতল করে মন প্রাণ।


পক্ষান্তরে --  কারো কারো বচন এমন
                কিংবা কারো বলার ধরন
নয়নে ঝরাতে প্লাবন
       হৃদয়ে জ্বালাতে আগুন
                     কথায় তির্যক বাক্যবাণ
                       উদ্ভট তাদের আচরণ।
কথামালায় বিকৃতি রুচিহীন অসংগতি
      ফলশ্রুতি কিংবা পরিণতি
    সম্পর্কের অবনতি সীমাহীন দূর্গতি
                    পাওয়া কঠিন অব্যাহতি।


কেউ তিক্ত কথায় সিক্ত করে
কেউ মিষ্টি কথায় দৃষ্টি কাড়ে
             কেউ পাণ্ডিত্য জাহিরে ব্যস্ত
     অন্যকে হেয় প্রতিপন্ন করতে লিপ্ত।
পরছিদ্রঅন্বেষণকারী
    অবিমৃশ্যকারী-হঠকারী
               তাদের কিন্তু নেই জুড়ি।


পরচর্চা-- পরনিন্দায় উন্মুখ কিংবা
              তোষামোদে বিনয়ী অতি
                     বিচিত্র মনুষ্য জাতি।
আরো অনেক ধরনধারণ
       নেই প্রয়োজন  বিস্তারিত বর্ণন।