ধরিত্রীর নৈসর্গিক মনোরম বৈশিষ্ট্য
প্রতিনিয়ত সামগ্রিক ভারসাম্য
                             হচ্ছে বিনষ্ট
স্বাভাবিক  জীবন যাপনের ক্ষেত্রে
  ক্রমান্বয়ে প্রতিকূল পরিবেশ সুস্পষ্ট
         সবকিছুই অবশ্যই মনুষ্য সৃষ্ট।

          মনুষ্যরূপী কিছু হিংস্র শ্বাপদ
যাদের হিংসা - দ্বন্দ্ব - লোভ
জিঘাংসা - আক্রোশ - ক্ষোভ
               তমসাচ্ছন্ন করছে জনপদ
    প্রাণিকুলের জন্যেও যা চরম বিপদ।


  মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতার খেলা
চলছে বহুবিধ সৃষ্টি-অনাসৃষ্টি
                   আর ভাঙাগড়ার পালা।
তবে একদিন ভবে
      শুভবুদ্ধির উদয় হবে
অচিরেই সবে
শান্তির স্রোতে গা ভাসাবে
                তাইতো গাঁথি স্বপ্নের মালা
            অন্তরে ভাসমান আশার ভেলা।