প্রতিনিয়ত কতো শত ঘটনা ঘটে
                   কতো রকম রটনা রটে
অজান্তেই অল্প-স্বল্প হৃদয়ে দাগ কাটে
ভেসে ওঠে যবে মানসপটে
                      লিখি আমি অকপটে।

                      সেসব লেখা থেকে
মানসম্পন্ন তাৎপর্যপূর্ণ বিবেচনায়
        দুএকটা বাছাই করে ফেসবুকে
                    দিতে বড়ো সাধ জাগে
কিন্তু এক‌ই ধরণের অনেক লেখা
ভিন্ন ভিন্ন আঙ্গিকে যায় যে দেখা
               যা প্রকাশিত হয়েছে আগে।


অনেকের লেখার মান
      তুলনামূলকভাবে এতো ভালো হয়
নিজের অক্ষমতা বা দৈন্যদশার
                               পাই পরিচয়
     স্বীকৃতি পাই আর না পাই
   নিজের মনে গান গেয়ে যাই
খেদ বা ক্ষোভ কোনোটাই নাই
         সান্ত্বনার এটাই সর্বোত্তম উপায়।