ফুল ফুটে ঝরে যায়
                        প্রকৃতির রীতি
সুগন্ধ বিলিয়ে দিয়ে
                      রেখে যায় স্মৃতি
প্রকারান্তরে
নিজেকেই উৎসর্গ করে
            যদিও প্রাণহীন অনুভূতি।


মানুষের যতো ভালোবাসা
              প্রায় শতভাগ নিজেরই প্রতি
এই ভালোবাসার প্রেক্ষাপটে
         অন্যদের প্রতি যতো প্রেম-প্রীতি
আত্মকেন্দ্রিক আবর্তিত
      ভালোবাসার পর্যায়ক্রমিক উৎপত্তি।

মানবতার বিপর্যয় রোধে
              কাম্য মনুষ্যত্বের উন্নতি
চেতনার উন্মেষ ঘটে
                          দূর হয় ভীতি
উত্তরোত্তর বৃদ্ধি পায়  
                      সৌহার্দ্য-সম্প্রীতি
ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হয়
                          জীবনের গতি।