বুদ্ধিমত্তা নিরুপনে জনৈক পিতা
পঞ্চপুত্রের হাতে দিয়ে দশ দশ ডলার
যেকোনো জিনিস দিয়ে
              পূর্ণ করবে কক্ষ যার যার।
কেউ কেনে তূলা আর কেউ আনে খড়
কোনো কিছু দ্বারা তবু ভরে না যে ঘর।


.     কনিষ্ঠ পুত্র তার আনে মোমবাতি
আলো দিয়ে কক্ষ পূর্ণ প্রজ্জ্বলিত ভাতি
সক্ষম সে কাঙ্খিত লক্ষ্যে
                  কৌশলে বাজিমাত
এক ডলারে কিনে বাতি
                    অবশিষ্ট আত্মসাৎ
চতুর্দিকে ধন্যি ধন্যি
               সপ্রশংস গণ-অভিমত।


গর্বিত শির করে উন্নত
                         সদম্ভে করে ব্যক্ত
সবার চেয়ে ঢের বেশি বুদ্ধি মোর কতো।