সংসারে থাকে যদি পতির
           একারই আর্থিক নির্ভরতা
পত্নীর কণ্ঠে উচ্চকিত হয়না
                      উদগ্র দাম্ভিকতা
বরং চলনে-বলনে পরিলক্ষিত
                   বিশেষ নমনীয়তা।


পক্ষান্তরে পত্নীর আয় যোগ হলে
                  পাল্টাবে মানসিকতা
তদুপরি স্ত্রীর পিতা-মাতা
                     অথবা ভগ্নী ভ্রাতা
যে কোনো ভাবে যদি করে
                      আর্থিক সহায়তা
ব্যবহারে এবং কণ্ঠস্বরে
                        পাবে পূর্ণমাত্রা
সর্বক্ষেত্রে স্বামী উপেক্ষিত
          পরিলক্ষিত আপোষকামিতা
প্রতীয়মান হবে পতিদেবের
                         মহান উদারতা  
একই সঙ্গে প্রকাশ পাবে
                       অতিশয় মহত্ত্বতা
সংসারে সুখ-শান্তিতে ভরপুর
                      আর স্ত্রী পতিব্রতা।