স্রষ্টাকে   শ্রদ্ধা - সমীহ - ভয়
পারলৌকিক পরিত্রাণ
                      পরাভূত পরাজয়
জাগতিক প্রতিকূলতা অপনোদনে
                    শিরদাঁড়া সুদৃঢ় হয়।
ভয় --
সুপ্ত ও অবচেতন মনের
         অযাচিত মানসিক দূর্বলতা
প্রতিহত কর্মমুখর জীবনের
                    দুর্বার গতিময়তা
প্রতিটি পর্যায়ে শৈথিল্য
                   স্তরে স্তরে ব্যর্থতা
অনিশ্চিত জগত তথা
               বিশ্বাস ও আস্থাহীনতা।


উদ্দীপক আশ্বাসের বাণী --
বিলীন হতে থাকে
         পরাজয়ের বিমূর্ত গ্লানি
সফলতা-সম্ভাবনার হাতছানি।  


অনুপ্রেরণা মূলক উক্তি-----
               অন্তরে যোগায় শক্তি
           ক্রমান্বয়ে দূরীভূত ভীতি।
দ্বিধা দ্বন্দ্ব শংকা ভয়  
সবধরনের পরাজয়
                   যেন ক্ষণস্থায়ী হয়।