প্রতিনিয়ত  কতো শত
                     অভাবিত ঘটনা ---
কিছু লুপ্ত  কিছু গুপ্ত
            কিছু যায় আংশিক জানা
আবার কতো  ধ্রুব সত্য
                           থাকবে অজানা
বিকৃত ভাবে  প্রচারিত হবে
                        কতো রকম ঘটনা
দৃষ্টিভঙ্গির ভিন্নতায়  সবসময়
                    একই বিশ্লেষণ হয়না
সাদামাটা ঘটনায়  অনেক সময়
                     রঙবেরঙের আল্পনা  
ভিন্ন ভিন্ন ঘটনার  রং তামাশার
                       কতোরকম জল্পনা
কর্তার ইচ্ছায় কর্ম  নইলে অধর্ম
                            ব্যাকরণে বর্ণনা
অদ্যোপান্ত সব বৃত্তান্ত    
সঠিকভাবে হলে জ্ঞাত
             প্রকাশ করায় থাকে মানা
শাখা প্রশাখায়  গুজব ছড়ায়
                        কতো রকম রটনা
অনেক সময়  গোপন হয়
                     প্রকৃত কোনো ঘটনা
অনেক কথন  থাকে এমন
                        যাচাই করা যায়না
প্রতিকার প্রতিবাদ  করার সাধ
                     মনের মাঝে জাগেনা
মনুষ্যত্ব বিবর্জিত  উদ্ভট যতো
                        কাম্য হতে পারেনা।