প্রাণীর মধ্যে সেরা সে
তাই বুঝি ক্যামেরার ফোকাসে
          গোরুর ছবি বেশি ভাসে।


চাষবাসে সারা বছর
           চাষীর কাছে পায় আদর
দুধ আর বাছুর
         গাভীর প্রতি বাড়তি নজর
কুরবানি ঈদে বিশেষভাবে
          ষাঁড় গোরুর বাড়ে কদর।


    গোরুর বদলে রামছাগলে
    চাষাবাদ না হয় কোনো কালে।


গোরুর মুখে বাঁধলে টোনা
          ঘাস পানি খেতে পারেনা।


বাঁধা গোরু কাটা ঘাস
        মিটতে চায়না খাবার আশ।


বেশি বেশি তরল খেলে  
                অতিরিক্ত দুধ মেলে।


জমিতে দিলে গোরুর গোবর
              জমি হবে অধিক উর্বর।


  গোবর থেকে ঘুঁটে তৈরি
         গরীবের জন্য জ্বালানি খড়ি।


নিরামিষাশী নিরীহ প্রাণীর
ব্যাপকভাবে বহুমাত্রিক ব্যবহার
            করা উচিত নয় অস্বীকার।