জনৈক গৃহবধূ সদম্ভে
                    প্রতিবেশী বান্ধবীকে
পুত্র মোর ট্যালেন্ট অতি
                       বলি আমি তোকে
বেশ কিছু বাংলা শব্দ
                       বছর পূর্তির পূর্বে
শিখেছে সে এজন্যে
                           বুক ভরে গর্বে।


' মা-পাপা-দুদু-খাব '
                        এইসব শব্দ
নির্ভুল উচ্চারণ শুনে
                    অনেকেই জব্দ।
যুগের সাথে তাল মেলাতে লাগে
       তাই দু’বছর বয়সের আগে
   ইংরেজি বই ছাড়া
                      শুধু মুখে মুখে
' পিস্তল-রেপ-হাইজ্যাক
                 ফেলেছে সে শিখে
'লকডাউন-শাটডাউন-
কোয়ারেন্টাইন- আইসোলেশন'
শব্দগুলো আমারও যে
                          ছিল অজানা
নির্ভুল উচ্চারণে ছেলেটার
                     হয়ে গেছে জানা।


আরো একটি বিশেষ লক্ষ্মণ
           ভবিষ্যতে বিলক্ষণ
           রাজনৈতিক নেতা হবে নিশ্চয়
দৃঢ়তার সাথে সাবলীল ভঙ্গিতে
পছন্দের খেলনাসহ
      বিবিধ সামগ্রী কেড়ে নিতে
                          পারদর্শী অতিশয়।