ফুটবল ক্রিকেট সহ নানা খেলাধুলা
                 দেখা হয় উপভোগের জন্য
আবেগ প্রশমিত করে
                    বিবেক কে দিয়ে প্রাধান্য,
জাতি, ধর্ম, বর্ণ --
                   এসব নয় মুখ্য বরং গৌণ।


জয় পরাজয় বড় কথা নয়
                      তবু পক্ষ নিতে হয়,
তবেই সেটা হয় উপভোগ্য
                           আর আনন্দময়।
বিজয়ে উল্লসিত হই আত্মহারা নয়,
যদিও জয়ের আনন্দ অপেক্ষা
        পরাজয়ের গ্লানি দীর্ঘায়িত হয়,
তবে কভু শোকে মুহ্যমান নয়।


মানুষের জীবনে কতো কিছুই তো
                           বিসর্জন দিতে হয়,
তাই স্বাভাবিক ভাবেই মেনে নেয়া
                           মনুষ্যত্বের পরিচয়।