হে পরম করুণাময়!  
করো মোদের কৃতকর্মের শাস্তি মার্জনা,
   শক্তি দাও দেহমনে সঞ্চারি
নির্ঝঞ্ঝাট নুতন জীবন শুরু করি
        কায়মনোবাক্যে একমাত্র প্রার্থনা।


পুঞ্জীভূত বেদন  অব্যক্ত ক্রন্দন
                         হোক চির অবসান
মানুষে মানুষে সৌহার্দ্য-সম্প্রীতি
             বিশ্বভ্রাতৃত্বের যথার্থ উজ্জীবন।


পুষ্পসম হৃদয় মম -- পবিত্র করো প্রভু, অন্ধকারাচ্ছন্ন জনবিচ্ছিন্ন
                          না হই যেন কভু।
স্নেহ-মমতা ভালবাসা
                         আশা ভরসা প্রত্যাশা,
বহমান চলমান জীবনধারা
     মাঝে মাঝে আচ্ছন্ন হতাশার অমানিশা।


জীবন জীবিকা কণ্টকাকীর্ণ প্রহেলিকা
            ন্যূনতম চাহিদা সর্বগ্রাসী বুভুক্ষা
মেটাতে ত্যাগ - তিতিক্ষা,
      অধীর আগ্রহে নিশাবসানের অপেক্ষা।


মানুষ সৌন্দর্যের পুজারি
                 সৃজনশীল মনের অধিকারী
আবার মানুষেরই কর্মকান্ডে
                          মানুষের আহাজারি।