ফুটবল-ক্রিকেট সহ
                    যে কোনো খেলাধুলা
দর্শক হিসেবে প্রাপ্তি
     মানসিক প্রশান্তি
আর হৃদয়ে অনাবিল আনন্দের দোলা।

আবেগ প্রশমিত করা
          বিবেককে প্রাধান্য দেওয়া
তবেই হবে উপভোগ্য
    আর পরিপূর্ণ বিনোদন পাওয়া
জাতি ধর্ম বর্ণ মূখ্য নয়
  বরং উচিত হবে তা গৌণ হওয়া।

       জয় পরাজয়--বড়ো কথা নয়
স্বদেশ ঊর্ধ্বে রেখে
   অন্য কোনো পক্ষকে
        মাঝে মধ্যে সমর্থন করতে হয়
তাহলেই অধিকাংশ খেলাধুলা
                  যথাযথ উপভোগ্য হয়।


বিজয়ে উল্লসিত হয়ে
                         আত্মহারা কভু নয়
যদিও পরাজয়ের গ্লানি  
                           অন্তরে পীড়া দেয়
তথাপি শোকে মুহ্যমান হওয়া
                           মোটেও উচিত নয়
আক্রমণাত্মক আচরণ বা হিংস্রতা
                            কারোই কাম্য নয়।