প্রথিতযশা লেখক, কিংবা যশস্বী কবি
যাদের লেখনীতে আঁকা
                      জীবনের প্রতিচ্ছবি
রসঘন অর্থবহ ভাবের প্রকাশ
      ছন্দ-মাধুর্যের তাৎপর্যপূর্ণ আভাষ
হৃদয়গ্রাহী মনোমুগ্ধকর শব্দ চয়ন  
     তথ্য-উপাত্তের নিখুঁত উপস্থাপন
        থাকে নিগূঢ় তত্ত্বের যথার্থ বর্ণন।


    প্রকাশিতে অন্তরের আবেগ-উচ্ছ্বাস  
তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে
                 আমার এ নগণ্য প্রয়াস
কারো কাছে হেলাফেলা
      তুচ্ছ-তাচ্ছিল্য অবহেলা
            কারো বুকে বাড়ে জ্বালা
                কারো প্রাণে লাগে দোলা।


দ্বিধা-দ্বন্দ্ব উপেক্ষা করে
              সুরে কিংবা বেসুরে
                   নিবেদিত অকাতরে
ছন্দ-হারা তাল-মান-লয়হীন
অকপটে গেয়ে যাই হৃদয়েরই গান
     স্বীকৃতি নাইবা পেল তুচ্ছ অবদান।