চিকিৎসকের Test বেশি
       সরকারি চাকরিতে Rest বেশি
বেসরকারি চাকরিতে Stress বেশি
   রিপ্রেজেন্টেটিভ এর Dress বেশি
ক্ষমতাবানের সুহৃদ বেশি
উপমহাদেশে মুরীদ বেশি
              সফল লোকের বাণী বেশি
            মেয়েদের চোখে পানি বেশি
      রাজনীতিতে কথা বেশি
নির্বাচনকালীন ওয়াদা বেশি
        চাকরি পেতে ঘুষ বেশি
    ননদ শাশুড়ির দোষ বেশি
  বাচালের প্যাচাল বেশি
খাদ্যশস্যে ভেজাল বেশি
      আগাছার বৃদ্ধি বেশি
চোরের নাকি বুদ্ধি বেশি
    গানের সাথে বাজনা বেশি
      পণ্যদ্রব্যের খাজনা বেশি
রমজান মাসে লাভ বেশি
    চাটুকারের লোভ বেশি
      সুন্দরীদের ভাব বেশি
      গ্রামের মেয়ের লাজ বেশি
        শহুরে মেয়ের সাজ বেশি
ডাইরেক্ট বাসের স্টপেজ বেশি
ঠ্যাঁটা ঢেঁকির বাদ্য বেশি
  উচ্চবিত্তের খাদ্য বেশি
      মধ্যবিত্তের সমস্যা বেশি
মাদক ব্যবসায়ে হিস্যা বেশি
মূর্খ লোকের জ্ঞান বেশি
    ভণ্ড সাধুর ধ্যান বেশি
অচল পণ্যের বিজ্ঞাপন বেশি
অকর্মণ্যের আস্ফালন বেশি
  আইনের হাত লম্বা বেশি
অমান্য করার ধান্দা বেশি
শ্রম বাজারে ধোঁকা বেশি
প্রেম বাজারে ছ্যাঁকা বেশি।


কেউ বেশি হলে হয় খুশি
আবার কেউ বেশি হলে হবে দোষী
কোনো কোনো বেশি কিন্তু অতি সর্বনাশী।