অতি কথন
----------
            ভাবমূর্তির পতন
                   ব্যক্তিত্ব বিসর্জন
                      চাটুকারিতার লক্ষ্মণ
        প্রায় ক্ষেত্রেই গুরুত্বহীন বিলক্ষণ।

অতি ভক্তি
----------
   সুবিধাবাদী মোসাহেবি ব্যক্তি
           মেরুদণ্ডহীন নির্লজ্জ অতি
                       বিবর্জিত ন্যায়-নীতি
            সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।


অতি লোভ-লালসা
----------------
         বিবেকের চরম দুর্দশা
                          অপকর্মে ভরসা
চতুর্দিকে লোলুপ দৃষ্টি
       উচ্চাভিলাস সৃষ্টি
           অতৃপ্ত অনৈতিক আশা
                         নিত্যসঙ্গী হতাশা।


অতি অহমিকা
-----------
        পতনের নির্দেশিকা
            সুখ-শান্তি প্রহেলিকা
                   পরিণামে বিভীষিকা।


অতি আস্কারা
-----------
উচ্ছ্বসিত আত্মহারা  
কিংকর্তব্যবিমূঢ় দিশেহারা
        সুযোগ সন্ধানী বর্ণচোরা
   দেশ ও জাতির উন্নয়নের ধারা
                   বিঘ্নিত হয় এদের দ্বারা।