বিবেক জাগ্রত, আবেগ বর্জিত
উচ্ছ্বাস প্রশমিত, চেতনা সমুন্নত
       তবেই মনুষ্যত্ব বিকশিত।


বুদ্ধি জ্ঞানে আত্মশুদ্ধি
    মহত্ত্বতা পায় বৃদ্ধি
          মূল্যবোধের ধারক বিবেক
      নিজের বিবেক উত্তম বিচারক।

মূল্যবোধের অবক্ষয়
নীতিবোধের বিপর্যয়
                  মানবতার পরাজয়।


স্বার্থকে দিয়ে প্রাধান্য
নিয়মনীতি অমান্য,নৈতিকতা বিপন্ন
      গড্ডলিকা প্রবাহে গা ভাসানো।


           আত্মসুখ অন্বেষণ
           স্বকীয়তা বিসর্জন
ঔদ্ধত্য পূর্ণ আচরণ, মানবতার অপমান
       অর্জন ম্লান, গৌরব বিলীন
    দেশ ও জাতির জন্য অকল্যাণ।