নূপুরের দাম যতোই হোক
                 যোগ্য স্থান তার চরণে
টিপের দাম অনেক কম
               কপালে ঠাঁই শোভাবর্ধনে
কাঁচের মূল্য কম বটে
    অনায়াসেই সেটা কাটে
                          দামী হীরা হলে
স্বর্ণের মূল্য বেশি হলেও
                        সোহাগাতে গলে।


কোনো কোনো পতঙ্গ
                       একই রকম ফুলে
আকণ্ঠ নিমজ্জিত হয়
                          সুতীব্র হলাহলে
মৌমাছির কার্যক্রম চলে
                     মধু সংগ্রহের তালে।


মানুষ সৌন্দর্যের পুজারি
              সৃজনশীল মনের অধিকারী
আবার মানুষেরই কর্মকান্ডে
                       মানুষের আহাজারি।


বিখ্যাত আর কুখ্যাত উভয়েই
                       খ্যাতির শীর্ষে গণ্য
বিখ্যাত স্মরণ করে ভক্তি ভরে
                  কুখ্যাত চিরকালই ঘৃণ্য।