অস্থির চিত্তে  দ্বিধা-দ্বন্দ্বের আবর্তে
ভাবের উদয় হয় দুটো কথা লিখতে
প্রকাশিতে মনের কথা
         কিছু কিছু দুঃখ-ব্যথা
ঘটনাবহুল প্রেক্ষাপটে
        ভিন্নভিন্ন আঙ্গিকে ঘটে।


কোনো কোনো স্বজন-সুহৃদ জনে
কিংবা শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীগণে
         প্রকৃত ভাবধারা অনুধাবনে
      পুরোপুরি হয়তোবা হয়না সক্ষম
তাইতো সর্বদা সমালোচনা তাদের
                           হয়না মোক্ষম।


কোনো কোনো কাহিনী বা গল্পে
           পিছনে থাকে অন্যরকম গল্প
         তাই কথা থাকে নিতান্তই অল্প
         থাকে কখনোবা অর্থবহ বিকল্প।


গঠণমূলক সমালোচনায়
           ত্রুটি-বিচ্যুতি ও ভ্রান্তির বিনাশ
বিরূপ বা নেতিবাচক সমালোচনা করা
            নয় কভু প্রকৃত জ্ঞানের প্রকাশ।
ভুল ধরতে ভুল করা
               তৎসঙ্গে বানান বিভ্রাট
তস্কর যেমতে করে সম্পদ লোপাট
উদ্দেশ্য মহৎ হলেও
     অর্গলাবদ্ধ হয়যে জ্ঞানের কপাট।