জীবনের শত বিমূর্ত প্রত্যাশা --
                   যেন শরতের আকাশে
    রঙে রঙে কত ছবি মেঘ হয়ে ভাসে
    কল্পনার আলপনা বিলীন হয় নিমেষে।


ন্যূনতম প্রত্যাশা --
নিমজ্জিত হতে থাকে
        অতলান্তিকের অতল সলিলে
প্রবল বাতাসে সাহারার বালুকারাশি  
                              গ্রাসিছে গোগ্রাসে।
কখনো আমাজনের গহীন অরণ্যে
    হারিয়ে যায় বৃক্ষরাজির অন্তরালে।


অন্তহীন প্রত্যাশার পিপাসা -- যদিও হতাশা
     তবুও সমকালীন জীবনের
         চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রত্যাশা।
    নির্ঝঞ্ঝাটে প্রাপ্তি পেনশন-ভাতা
কৃষকের কাঙ্খিত ফলনে
          সার-বীজের সহজলভ্যতা।
              সুশ্রী বালিকার প্রথম ভালোবাসা
যেন প্রস্ফুটোন্মূখ অনাঘ্রাত কুসুমকলিকা
                    সৌন্দর্য ও সুবাসের ভরসা।


   উৎপীড়কের নিপীড়নের চির অবসান
শোষকের কবল থেকে পরিপূর্ণ পরিত্রাণ
      সুনীল গগনে নক্ষত্রের আলোকের ন্যায়
     মাঝে মাঝে যে প্রত্যাশা উঁকি দিয়ে যায়।