ফসলের মাঠ যদি
                    ভরে যায় ঘাসে
নিড়ানোর প্রয়োজন হয়
                    আগাছা বিনাশে
উপেক্ষা কিংবা অবহেলায়
        উৎপন্ন-উৎপাদনে দুর্গতি
জমি ও ফসলের মারাত্মক ক্ষতি
  সময়ের এক ফোঁড়
অসময়ের দশ ফোঁড়
যথাসময়ে সতর্কতা ব্যত্যয়ে
                      পস্তাবে অবশেষে।

    বোকার ফসল পোকায় খায়
দারিদ্র্য পিছু ধায়
                 উন্নতির অন্তরায়
বোকা লোক ধোঁকা খায়
        চালাক-চতুর ছ্যাঁকা দেয়
ঠেকা মানুষ অসহায়
         ধূর্ত লোকে সুযোগ নেয়।


অসচেতন অনুন্নত দেশে
সুবিধাবাদীরা সুহৃদবেশে
                   সর্বত্রই বেড়ায় চষে
প্রতিশ্রুতি আর আশ্বাসে
                  মর্যাদা হানে বিশ্বাসে।