রেলগাড়ি যেথা বিরল
               ইঞ্জিন প্রায়শঃই বিকল
ব্যবস্থাপনা অতি দূর্বল
    যাতায়াতে দুর্বিষহ ধকল
        মালামাল পরিবহনেও বিফল।


প্রকল্প নির্ভর রেল
               অনেক ক্ষেত্রেই ফেল
কর্তাব্যক্তির পকেট ভারী
                 মাথায় ভাঙেন বেল
তৈলবাজেরা মহাউল্লাসে
                 গোঁফে মাখেন তেল
দর্শক সেজে দেখছে বসে
                    কী মজাদার খেল।


দূর্ঘটনার শিকার
কিংবা ভুক্তভোগী পরিবার
            শুধু মাত্র তাদের
                মাথায় বাজ বুকে শেল।


অনেকের মুখেই খই ফোটে
          টক্ শোতে মেতে ওঠে
                    টেলিভিশন চ্যানেল।


এই ভেবে আত্মতৃপ্তি
           যতই থাকুক দুর্ভোগ
দেশে এখনো রেল যোগাযোগ
                          আছে যে সচল।