নিজের নাক নিজেই কেটে
                 যাত্রা ভঙ্গ করতে ছোটে।
নাক গলানো স্বভাব তার
             যদিও নিজের নাকটা বোঁচা
ভালো কথা হলেও দেয়
                         একটুখানি খোঁচা
কান কথা কানে নেয়
                       হলেও সেটা মিছা
ভালো কাজেও সিদ্ধহস্ত
                          ভুলত্রুটি খোঁজা
নিজের দোষ চাপিয়ে থাকে
                           অপরের ঘাড়ে
গলাধাক্কায় দ্বিধা নেই
                        যতজোরে পারে
অন্যের সুখ-দুঃখে মাথাব্যথা
            থাকেনা মাথায় তাদের কথা
   সুসংহত শুধু নিজের চাহিদা।


চোখ পাকিয়ে আঙুল উঁচিয়ে
    কর্কশ কণ্ঠে ভয় দেখিয়ে
                     দূর্বলদের করে শাসন
চোখে থাকে লোভের আগুন
                     মুখে থাকে মধুর বচন
কারো কারো হাতটান
         চুরির মাল ক'রে দান
                  সাজতে চায় অতি মহান।


মুখোশের আড়ালে, ছলে বলে কৌশলে
       টাকার কুমির বাহুবলে
              দরিদ্রের অধিকার পদতলে।


নির্যাতিত সর্বহারা, মেরুদন্ড ক'রে খাড়া
                     দুর্জনেরে করো তাড়া।
        ঘৃণ্য কর্মকান্ড জঘন্য স্বভাব
      প্রাপ্য তাদের দাঁতভাঙ্গা জবাব।