সব কথা সবসময়
             সবার মুখে মানায়না
সববয়সে সব পোশাকে
              সবার শোভন হয়না
সব সময় অপ্রিয় সত্য
                    বলা ঠিক হয়না
ভালো ভাতে ভালো তরকারি
                  সবসময় মেলেনা
সব মাছেই সব সব্জি
                        সুস্বাদু হয়না
সব দহনে সবকিছু
                     ভস্মীভূত হয়না
সবদাহ্যে সবপদার্থ
                   সবসময় গলেনা
কামারের কাজ কুমোর দিয়ে
                  সঠিকভাবে হয়না
সব বনেই সবসময়
                  হিংস্র প্রাণী রয়না
বলে বলে সবসময়ই
                ছক্কা মোটেও হয়না
সব বিড়ালের সবসময়
              ভাগ্যে শিকা ছেঁড়েনা
দুকলম লিখতে পারলেই
                 কবি হওয়া যায়না
নেতা হলেই সর্বদাই
                ভাগ্য সুপ্রসন্ন রয়না
শক্তি আর ক্ষমতা চিরস্থায়ী হয়না।