দেশ-দশের উন্নয়ন
                       করতে হলে প্রয়োজন
যুগোপযোগী ও কার্যকর
                        আইন-কানুন প্রণয়ন
তৎসঙ্গে যথাযথ বাস্তবায়নযোগ্য
                            পরিকল্পনা গ্রহণ।


  পরিবর্তন -- পরিবর্ধন -- পরিমার্জন
   মাঝে মধ্যে একান্তই হলে প্রয়োজন
যথাযথ হলেই হয় সবার জন্য কল্যাণ।


বিদ্যমান আইন-কানুন ---
সঠিকভাবে প্রয়োগই সর্বাপেক্ষা মূল্যবান।
আইন প্রণীত হয় --
   লক্ষ্য রেখে সর্বস্তরের সামগ্রিক সুবিধা
প্রতিফলিত হয় যেন গণমানুষের চাহিদা।


অনেক সময়--
কোনো কোনো আইনের
                 কোনো কোনো ধারা
কারো কারো ফল্গুধারা
                      কারো জন্য খরা
কোনো কোনো আইনে
                       অভিনব কায়দা
সুবিধাবাদী মহল তার
                     লুটে নেয় ফায়দা।
স্মর্তব্য যে --
আইনের জন্য মানুষ নয়
                  মানুষের তরে আইন
লক্ষ্য তাই হওয়া উচিত
                      সামগ্রিক কল্যাণ।


       প্রণয়নের দায়িত্বে যারা
উচিত ঔদাসীন্য পরিহার করা
       পক্ষপাত দোষে না হয়ে দুষ্ট
প্রতীয়মান হবে আন্তরিকতা সুস্পষ্ট
                 তবেই নিরপেক্ষ মহৎপ্রাণ
ইতিহাসে থাকবে তাদের উজ্জ্বল অবস্থান।  
        
                  ' পরিকল্পনা '
পরি যদি উড়াল দেয় থাকে শুধু কল্পনা।  
ধ্যানে-জ্ঞানে দৃশ্যমান স্বপনের আলপনা।