মাধ্যমিকে ফেল করেছে ভালো ছেলে গোপাল,
পাশের বাড়ির কাকিমা চাপড়াচ্ছে কপাল।
মাঝে মাঝে ছোটোমামা হেঁচকি তুলে যায়,
বলে, তিনটে বিষয়ে কেউ শূন্য পায় ?
পাড়ার দাদা, তুলতে চাঁদা, তাদের বাড়ি এলো,
ছিঃ ছিঃ বলে চারটিখানেক কথা শুনিয়ে গেলো।
বাবার হুকুম - “আজ থেকে ওর খাওয়া বন্ধ হোক”
মায়ের তো বেজায় দুঃখ, যেন মানুষ মরার শোক।
আসাম থেকে খবর পেয়ে এলো বড়পিসি
নম্বরের যোগফল দেখে বাপরে সে কী হাসি !
ছয়শত পেয়ে কাকার মেয়ে, - “আরও নম্বর চাই” !
দিদি বলে – “আরে ওকে দেখে কিছু শেখ ভাই”।
গুমরে মরে ছোট্ট গোপাল, চোখে আসে জল,
“সবাই কেন নিয়ে ব্যাস্ত আমার ফলাফল !”
“আমার জন্য হয়তো নয় এসব সিলেবাসের বই”
কেউ তো এসে জানতে চাইলো না – “কেমন আছিস তুই ?” ।।


                                                       তারিখ - ১৪/০৬/২০১৯