ইমারতের গা ঘেঁসে দাঁড়িয়ে থাকা বহু বছরের জীর্ণ-জীবন্ত ল্যাম্পপোস্ট, একলা পথ হাঁটা পথিকের কাছে জানতে চাইলো,
“পথিক, তুমি এতো উদাস কেন?”
ঘামে ভেজা পথিক বলল,
“দিন শেষ হয়েছে, তাই আমি বড় ক্লান্ত”।
ল্যামপোস্ট মৃদু হেঁসে বলল,
“আমি বৃষ্টিকে ডাকছি, তুমি ততক্ষন মাটির ভাঁড়ে চায়ের সাথে একটু জিরিয়ে নাও।
বৃষ্টি আসলে তুমি দুহাত ছড়িয়ে, মুক্ত বিহঙ্গের মতো একলা ভেজো এই শহুরে রাজপথে,  শীতল স্পর্শে মুছে যাবে তোমার ক্লান্তি, ভুলে যাবে-তুমি কে? কোথা হতে এসেছ” ?
বৃষ্টি যখন আপন নুপুরের শব্দে ঝরে পড়ছে শহরের বুকে, পথিকের নিশ্বাস তখন তুষারাবৃত। অন্তরে পরিপূর্ণ তৃপ্তি, ওষ্ঠদ্বয়ের ফাঁকে বিজয়ের উল্লাস।
নুপুরের ছন্দ ক্রমে ক্লান্ত হল তাই বৃষ্টিও ধীরগতিতে ঘরে ফিরে গেলো!
কাকভেজা পথিকও ঘরে ফেরার তাগিদে সিক্ত ফুটপাতে নিজের প্রথম পদক্ষেপ ফেলল-
তার মনে হল-
মাতৃজঠর থেকে বিচ্যুত হয়ে সে অজানা কোনো পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে!
নিজের অজান্তেই চিৎকার করে বলল-
“আমার পুনর্জন্ম হয়েছে” ।।