প্রদীপের দীপশিখা কি বা পেল ?
শেষ তেল পুড়িয়ে দিল সে আলো ।
নিজে জ্বলে জ্বালালো আগুন সাহসী দেশলাই,
বঞ্চিত ডাস্টবিন এ শেষে হল তার ঠাঁই ।
পাঁচতারা হোটেলে তোমায় বাবু বলে যারা,
জানতে চেয়েছ সারাদিন খেয়েছে কি তাঁরা?
ম্যাথর ডাকনাম এ সমাজ যাদের বাঁকা চোখে দেখে,
তাঁরাই রোজ নর্দমার জল সারা শরীরে মাখে।
চাকর বলে অবহেলা করে সারাদিন খাটাও যাকে,
কুড়ি টাকা বেশী চাইলো বলে তাড়িয়ে দিলে তাকে?
বাবু সেজে রিকশায় চেপে যাকে ডাকলে রিকশাওয়ালা,
জানতে চেয়েছ, তার পায়ের তলাটা করছে কতটা জ্বালা?
ক্লান্তি আমার, ক্লান্তি তোমার ক্লান্তি ওদের নয়,
ক্ষুধার আঘাতে মৃত্যুর ভয়ে ওরা ক্লান্তিকে করেছে জয়।
আমাদের মাঝে আছে এমন অনেক মানুষ,
যারা বুকে নিয়ে কার্বাইড ওড়ায় ফানুস।।
                              
                                           তারিখ -১৩/০৬/২০১৯