শীতের শেষে মেঘের বেশে বসন্ত ওই এল,
প্রাচীন পাতা ক্লান্তি ফেলিয়া নিমেষে ঝরিয়া গেল।
আম্রমূকুল বৃষ্টি দেখিয়া কাঁদিতে কাঁদিতে কয়-
"বার্ধকের পুর্বাভাষে লাগিছে বড় ভয়"।
শুনিয়া হাসে বটবৃক্ষের জরাজীর্ন ডাল,
"ইহজগতে কেহ নাই যে অনন্ত চিরকাল,
সময় তাহার আপন গতিতে ছুটিছে আপন পথে,
তুমি বাধিত, কঠিন বাঁধনে পিছু লয়ে তারি সাথে"।
শুনিয়া গগণ রুষ্ট হইয়া প্রশ্ন করিল শেষে-
"আমি কি তোদের দলে পড়িলাম অবশেষে ?
দেখিলাম কত শত ক্রমাগত শীত-বসন্ত যে ভাই,
আমি যে নিত্য- জন্ম, মৃত্যু আমাকে স্পর্শ করে নাই,
শুনিয়া রাখ তবে, আমি অধিপতি, তোদের পদতলে ঠাঁই,
আমি অনন্ত, জগতে আমার আর কেহ জুড়ি নাই"।
অট্টহাসিতে গর্জে উঠিল জমাট মেঘের দল-
"কোথায় তোমার অস্তিত্ব কোথায় পদতল ?
আমাদের তরে পরিচিতি পাও নতুবা শুন্য আকাশ,
আমরাহীনা কেমনে করিবে আপনারে তুমি প্রকাশ ?
দূর করো আজি ভ্রান্ত ধারনা, ফেলিয়া সংশয়,
মনের রাজা আসল রাজা, বনের রাজা নয়"।।  


                       তারিখ - 15/06/2019