আমি জেগে ছিলাম অনেকদিন
সমুদ্র, পাহাড় আর বৃষ্টি দেখে চোখে নেমেছিল জল ।
ভুলেই গেছিলাম সামনের থালায় এক টুকরো রুটি রাখা
আর সবার মত আমাকেও দৌড়াতে হবে
ছিনিয়ে নিতে হবে ।


পেছনে তলোয়ার হাতে একদল লোক
আমি হাঁটু মুড়ে বসে আছি প্রতীক্ষায়
ওরা 'জয় মা' বললে আমি কোরানের আয়াত বলব


আমি চাই আমার শিরশ্ছেদ হোক ।


রুটির সম্মুখে বসে আছে একশোটি কাক
আমার মাথা কেটে গেলে ওরাই শকুন হবে
খুবলে নেবে আমার অবয়ব ।


আরও একবার আমি নিরাকার হতে চাই
নিরাকার হলে আমার আর খিদে লাগে না ।