যেখানে সমুদ্র শেষ হবে
পার্থিব ফুটো শুষে নেবে সমস্ত নোনাজল
সেই ফুটোতেই হাত ভরে ঘুমিয়ে আছি আমি ।


তুমি ডেকে ডেকে ক্লান্ত,


বর্ষা ফুটো করেছে তোমার খড়ের চাল
মাটির দেওয়াল ।
ছিদ্র গুলোতে হাত দেবার জন্য তুমি কাউকে পাওনি ।


তোমাকে উপেক্ষা করতে পারি না কখনও ,
তাই ঘুম অসমাপ্ত রেখে আমি উঠে গেছি
হাত সঁপে দিয়েছি তোমার হাতে


সমস্ত সমুদ্র ঢুকে গেছে পৃথিবীর বুকে
সমুদ্রহীন পৃথিবী যে কি ভয়ংকর কবিরা তা জানে ।
একটুও ঢেউ নেই আর কোথাও,
লাভা নেই , আগুন নেই ।
জলের স্রোতে ভেসে যাচ্ছে সব
পৃথিবী ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে ।


এদিকে তুমি বিরক্ত
বুঝতে পেরেছ বৃষ্টি অনেকটাই কমেছে
বলেছ 'একটা হাত সরাও, আমি স্নান করব।'


ধ্বংসের কোন ভয় নেই তোমার চোখে মুখে
কারন তুমি জানো অন্য হাতে আমি ফুটোদের আঁকড়ে ধরে আছি ।