কাল রাত্রে আবার এইখানে দেখা হবে
সবাই ঘুমোলে চুপি চুপি আসব আমরা দুজন,
গ্রাম-শহর-নদী পেরিয়ে পালিয়ে যাব ।


সঙ্গে তুমি জীবনানন্দ নিও , আর কিছু নয়
তেষ্টা লাগলে গিলে নেব দু চার পাতা
নোনতা স্বাদ আমার বরাবরই পছন্দ।


ধীরে ধীরে বিছানা হয়ে উঠছে শিমূল গাছ
আমরা দুজন পাশাপাশি শুয়ে আছি সব কাজ সেরে
প্রতিদিন ডুবে যাচ্ছি নিষিদ্ধ প্রেমে
প্রতিদিন শপথ নিচ্ছি পালিয়ে যাওয়ার ।


অ্যালার্ম বেজেছে , আমি তোমায় আলিঙ্গন করেছি
ঘুম কাতর চোখে পাশ ফিরে তুমি রোজকার মত বলেছ , 'ছাড়ো, আজ আর না।'


আমার মহাকাব্য গুলি অসমাপ্ত রয়ে গেছে তোমার আলসেমিতে ।
আমি রাত জেগে জেগে শুধুই ভাগের অঙ্ক কষেছি -
ভাগশেষে 'কাটকুট' আসে নি এখনও
হাতের মুঠো ভরে গেছে জলে, তৃষ্ণা মেটে নি ।