তোমার কানের ভেতর চক্রব্যূহ বুনেছে মাকড়সা ।
আচ্ছা, ওদের পায়ের শব্দ শুনতে পেয়েছ?
খিদে লাগলে ওরা কি চিৎকার করে?


তোমার গায়ের ধুলোবালি নিয়ে লিখেছি একদিন ,
সবাই 'বাহবা' দিয়েছে, ছাপাও হয়েছে নামী পত্রিকায় ।
এবার ওই মাকড়সাকে নিয়ে লিখবো ।


আগামীকাল ২৫ শে বৈশাখ আসবে,
তোমার শরীর মোছা হবে চন্দন জলে
মাকড়সাটাকে পিটিয়ে মারবে তোমার অনুরাগীরা
সব মিলিয়ে দুর্বোধ্য কন্সেপ্ট, জমে ক্ষীর হবে কবিতার মাথা ।


আপাতত আমার কাল রাত্রের প্যান্ট এখনও ভিজে
কমলার ব্রা টাকে জড়িয়ে ধরে শুকাচ্ছে তোমার গায়ে ,
(কমলাকে আমি ক্যামেলিয়াও বলি , কোলোন পি)


আর আমি গীতবিতান থেকে দু চার লাইন পোস্ট করছি,
বিস্তর লাইক।


এহে
মাকড়সার জালে এখন হুটোপুটি খাচ্ছে একটা পোকা,
সে'ই বোধহয় গীতবিতানের ২৩ পাতাটা খেয়েছে -
'রবে নীরবে' লেখা ছিল - আমার প্রিয় গান ।